স্টাফ রিপোর্টার, সীতাকুণ্ড থেকে :
সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম যোগদান করেছেন । গত শনিবার তিনি যোগদান করেন।
শুভ চট্টগ্রামকে তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লিখনির মাধ্যমে সমাজে ভালো মন্দ আমরা জানতে পারি। তাই আপনাদের প্রতি অনুরোধ ভালো-মন্দ যেকোনো ঘটনা আমাকে একটু অবহিত করবেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুনামে সাথে ডিএমপিতে চাকরি করেছেন মো. আশরাফুল করিম। সেখান থেকে সীতাকুণ্ড সার্কেলে বদলি হন তিনি।
শুচ/ইখ/আআফা