স্টাফ রিপোর্টার :

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, গেলো অক্টোবরে সর্বোচ্চ ৪টি স্প্যান বসানো হয়। এরপর এ মাসে নভেম্বরেও তারই ধারাবাহিকতায় ৪টি স্প্যান বসানো সম্ভব হলো।
চলতি মাসের ৬, ১২, ২১ ও ২৭ তারিখে এ ৪টি স্প্যান বসানো হয়েছে। বাকি ২টি স্প্যানের ৪০ তমটি (স্প্যান ২-ই) আগামী ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এবং সর্বশেষ আগামী ১০ ডিসেম্বর ১২ ও ১৩ নম্বর পিলারের ওপর ৪১ তম স্প্যান (স্প্যান ২-এফ) বসানোর পরিকল্পনা রয়েছে।
শুচ/ইখ