স্টাফ রিপোর্টার, চন্দনাইশ থেকে :
চন্দনাইশে হেফাজতে ইসলামীর সংগঠন ‘তৌহিদী জনতা’র ব্যানারে ফ্রান্সে হযরত মোহাম্মদ (সঃ) এর অবমাননার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় গাছবাড়ীয়া সরকারি কলেজ মাঠে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় চন্দনাইশের বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিবাদকারী সমাবেশে মিছিল সহকারে সভায় যোগ দেন।
বক্তারা বলেন, কোনভাবেই বিশ্বনবীর অপমান মুসলমানেরা সহ্য করবে না। বক্তব্য রাখেন, বরকল ফয়জিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা জনাব আব্দুস সত্তার ও মৌলানা বেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আনোয়ারা হেলধর মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল মালেক, মাওলানা আব্দুল হাকিম, মুহাদ্দিস মুন্সি পাড়া মাদ্রাসা বোয়ালখালী মাওলানা হাসেম পরিচালক চন্দনাইশ চৌধুরী পাড়া দারুল উলুম মাদ্রাসা।
আরো বক্তব্য রাখেন মাওলানা নোমান জাহাঙ্গীর,মাওলানা আনিছুর রহমান,মাওলানা হাফেজ এমদাদুল হক, মাওলানা আবু তৈয়ব প্রমুখ।
শুভ চট্টগ্রাম/ইখ/কমরুদ্দিন