স্টাফ রিপোর্টার :
নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রোববার পালিত হলো মহানবমীর পূজা। পাঁচ দিনব্যাপী এ উৎসবের চতুর্থ দিনে মহানবমীতে মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়ে আনন্দের রেশ। ঢল নামে পুজার্থীর।
সকাল ১১টা ৪১ মিনিট ১৫ সেকেন্ডে শেষ হয় মহানবমী। এরপর দশমী শুরু। পৃথিবীতে দেবী দুর্গার আগমনে সনাতন ধর্মাবলম্বীরা যেমন উৎফুল্ল হন, তেমনি বিদায় ঘিরে বাজতে শুরু করে বিচ্ছেদের সুর। আগামীকাল দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।
গতকাল সকালে মহাঅষ্টমী পূজা শেষে ভক্তরা মণ্ডপে মণ্ডপে অঞ্জলি গ্রহণ করেন। বিকালের পর থেকে প্রতিটি মণ্ডপে পূজার্থীদের ঢল নামে। বিশেষ করে নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে সন্ধ্যার পর থেকে পূজার্থীর ভিড় লেগে যায়।
এছাড়া চেরাগী পাহাড় মোড়, জামালখান, মোমিন রোড, পাথরঘাটা, হাজারী লেইন, সতীশ বাবুল লেইন, আগ্রাবাদ একতা সংঘ, দক্ষিণ নালাপাড়া, পাথরঘাটা গঙ্গাবাড়ি লেইন, রহমতগঞ্জ কুসুম কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সিটি কর্পোরেশনের পূজামণ্ডপে প্রতিমা দর্শনে পূজার্থীদের ভিড় লেগে যায়। সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের।
শুভ চট্টগ্রাম/শিউলি