নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণে প্রাণ গেল রেলওয়ের ট্রেনিং একাডেমির সিনিয়র প্রশিক্ষক দেবতোষ বড়ুয়ার (৫৭)।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট ডা. আবুর রব এ তথ্য নিশ্চিত করেন। মৃত দেবতোষ বড়ুয়া নগরীর হালিশহরে রেলওয়ে ট্রেনিং একাডেমিতে সিনিয়র প্রশিক্ষক। নগরীর পোর্ট কলোনির বাসিন্দা। তার বাড়ি চন্দনাইশ উপজেলায় বলে জানান তিনি।
তিনি জানান, দেবতোষ বড়ুয়া গত সোমবার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে রাখা হয়। শুক্রবার সকাল ১১ টা ১৫ মিনিটে তাঁর মৃত্যু ঘটে।