এনামুল হক নাবিদ, আনোয়ারা:

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ। তিনি জানান, আক্রান্ত ব্যক্তিদের এলাকা লকডাউন করার চেষ্টা চলছে।
আক্রান্ত ব্যক্তিরা হলেন, বারাখাইন ইউনিয়নের হাজীগাঁও গ্রামের ইমরান হোসেন(২৬), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চম্পা (২৮), বটতলী ইউনিয়নের আইরমঙ্গল গ্রামের আব্দুল গণি (৬৩),বারাখাইন ইউনিয়নের পূর্ব বারাখাইন গ্রামের শরীফ (৬৪),বৈরাগ ইউনিয়নের আমানুল্লাহ পাড়ার কায়সার (২৯), সোনালী ব্যাংক বটতলী শাখার কর্মকর্তা মাসুদ বিন জাফর (৩৭), উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের চিকিৎসক ডাঃ আবু তাহের রহিম,এবং ডাঃ আফসানা তিতি,তৈলারদ্বীপ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক হাশেম উদ্দিন, চকবাজার গোয়ান্দা শাখার (এস আই) হাইলধর গ্রামের আহলাদ ইবনে জামিল, উপজেলা খাদ্য কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, বারাখাইন ইউনিয়নের পূর্ব বারাখাইনের মিফতাহুল জান্নাত, উত্তর বন্দরের নাজিম উদ্দীন পারভেজ, তামান্না আক্তার এবং জিহান তাসনিম।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৩ জন।