স্থানীয় প্রতিনিধি, ফটিকছড়ি :
শুক্রবার সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলাতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে দাঁতমারা ইউনিয়ন যুবদলের নেতা মোঃ নুর হোসেন প্রকাশ ডা. মানিক বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গৃহবন্দি ও কর্মহীন হয়ে পড়েছে অসংখ্য মানুষ। তাই নিজ উদ্যোগে এলাকার ২৫০টি গরীব ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করতে পেরে আমি আনন্দিত।
তিনি এ দুর্যোগ মুহুর্তে সকলকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান। ভবিষ্যতে আরও পরিবারকেও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন তিনি।