কাপ্তাই (রাঙামাটি) : রাঙামাটি পার্বত্যজেলার কাপ্তাই উপজেলায় উসুই প্রু মারমা আচোসের (৩০) নামে এক যুবলীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার দিনগত মধ্যরাতে চিৎমরম ইউনিয়নের হেডম্যানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ওই এলাকায়। তিনি চিৎমরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি বলে জানান কাপ্তাই উপজেলার চন্দ্রঘোণা থানার ওসি আশরাফউদ্দিন।
ওসি বলেন, একদল সন্ত্রাসী উসুইকে তার বাসা থেকে ডেকে বাড়ির কিছুদূরে নিয়ে যাায়। পরে সেখানে তারা উসুইকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রামে যেসব পাহাড়ি জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত তাদের ওপর আঞ্চলিক দলগুলো আগে থেকেই ক্ষিপ্ত। তারা নানা সময়ে উসুইকেও হুমকি দিয়ে আসছিল। এর জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।