নিজস্ব প্রতিবেদক : হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত ৯টার দিকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ওই রোগীর মৃত্যু ঘটে।

তিনি আরো জানান, পেশায় দিনমজুর ওই যুবক গত ৯ মার্চ থেকে শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার (২৫ মার্চ) সকালের দিকে শ্বাসকষ্ট ও গলাব্যথা নিয়ে হাসপাতালে আসলে লক্ষণ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
খাগড়াছড়ির সিভিল সার্জন নূপুর কান্তি দাশ জানান, নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে। আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী তার মরদেহ সৎকার করা হবে।